দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ যাত্রী।
শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০) ও রঞ্জপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আঃ রশিদ (৬০)।
স্থানীয়রা জানায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক দিনাজপুরের বিরামপুর থেকে ভাদুরিয়া যাওয়ার পথে চড়ারহাট নামক স্থানে বিপরীতগামী একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ২ যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও চালকের সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অপর ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।