ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভরনিয়া-ভোমরা হাট বাজারের ১শ মিটার পূর্ব-দক্ষিণ দিকে জুলফিকার আলী নবাবের পুকুরে গোসল করতে গিয়ে দুই কিশোরের পানিতে ডুবে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ভরনিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রুবেল (১২) একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন (৮) পুকুরের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়।
পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল থানা পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিসের টিমসহ পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। রানীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।