পটুয়াখালীর গলাচিপায় স্বয়ংসম্পুর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে নিয়ে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সারে ১১ টায় উপজেলা দিঘিতে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার’র সভাপতিতে¦
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহিন শাহ । আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা প্রমুখ ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহিন শাহ বলেন, জননেত্রী শেখ হাছিনা মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে ।
দেশে বেকরত্ত দুর করতে মৎস্য খাতকে গুরুত্ত দিয়েছেন। আমরা সকলে মাছের চাষ করবো তাহলেই আমাদের দেশে বেকারত্ত কমে আসবে ।