প্রায় ১০ ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়েছে। এর আগে, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে চারটি বগি উদ্ধার করে উদ্ধারকারী ট্রেন।
শনিবার রাত পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কুড়িগ্রামে যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়।
এতে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন ঢাকা-উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন।
খবর পেয়ে ভোররাতে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন চারটি বগি উদ্ধার করেছে।