চট্টগ্রামের আনোয়ারায় বাস চাপায় পারভেজ শাহ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছোট ভাই রায়হান শাহ (২০)।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজতকরণ অঞ্চল (কেইপিজেড) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ শাহ ও আহত রায়হান শাহ আপন দুই ভাই। তারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা আনোয়ার সওদাগরের সন্তান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কেইপিজেড সড়কে বাসচাপায় পারভেজ শাহ (২৪) ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই রায়হান। তাকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।