মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমানের উদ্যেগে থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি ২৯ জুলাই বুধবার সকালে পালন করা হয়।
এসময় কলাপাড়া থানা চত্বরে আম, জলফই, নিম, আমলকী, কমলা, পেয়ারা প্রভৃতি বৃক্ষের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত আসাদুর রহমান সহ-থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা।
কর্মসূচি শেষে খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শুধু বৃক্ষরোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
###