রাঈাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে ঈদ উল আজহা উপলক্ষে
বুধবার বার সকাল আনুমানিক ১০ঃ০০ ঘটিিকার সয়ম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক ঈদ উল আজহা উপলক্ষে হতদরিদ্র প্রায় ৩২০০ শত লোকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন চরমোন্তাজ ইউনিয়নের ইউ_পি চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ঈদ উল আজাহার চাল বিতরণ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন গনপ্রজাতন্ত্রী বাাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার সরকারের খাদ্য কর্মসুচির আওতায় খাদ্য অদিদপ্তর থেকে ঈদুল আজাহা উপলক্ষে অবহেলিত চরমোন্তাজ বাসিকে এ সাহাায্য প্রদান করে।।