পটুয়াখালীর গলাচিপা পৌরবাসীকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মাইনুল ইসলাম রনো। শুভেচ্ছা বার্তায় মাইনুল ইসলাম রনো বলেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গলাচিপা পৌরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
তিনি গলাচিপা পৌরবাসীকে করোনা ভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক। তিনি আরও বলেন, আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে মসজিদে ঈদের নামাজ আদায় করবো ইনশাল্লাহ।