ঈদুল আযাহার ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের আকৃষ্ট করতে “পরিচ্ছন্ন কুয়াকাটা-পরিচ্ছন্ন আমরা” এই শ্লোগানকে সামনে রেখে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে রবিবার সকাল ১০ টায় সৈকতে পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে ।
পরিছন্নতা অভিযানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণের জন্য কুয়াকাটাকে বেছে নিয়েছে । পর্যটকদের ভ্রমণ উপযোগী হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে আমাদেরই এগিয়ে আসতে হবে।
কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য। তাই এখানকার পর্যটনমুখী ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে এ পরিছন্নতা অভিযান চালানো হয়েছে । এসময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন বিপ্লব, টোয়াকের প্রেসিডেন্ট ইমতিয়াজ তুষার, কোয়াক এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,
কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ টোয়াকের সদস্য বৃন্দ । এর আগের টোয়াক সদস্যদের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে টোয়াক সদস্যদের মাঝে টোয়াকের টি শার্ট বিতরণ করা হয় ।
“মোস্তাফিজুর রহমান বেল্লাল”
০৩-০৮-২০২০