পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে আ’লীগের বিবাদমান দু’পক্ষের রাজনৈতিক সহিংসতার মামলায় প্রথম আলোর বাউফল প্রতিনিধি মো. মিজানুর রহমান মিজানকে আসামী করায় গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টায় এক বিবৃতিতে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের সহিংসতার স্বীকার হওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড়ই হুমকি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের নির্ভয়ে লেখনীয় স্বাধীনতা দিয়েছেন সেখানে সত্য কথা লিখতে গিয়ে কোন দল বা গ্রুপের প্রতিহিংসার স্বীকার হয়ে সাংবাদিকদের মামলায় ঢুকিয়ে দেওয়া হবে, তা আমাদের কারও কাম্য নয় এবং এটা কারও জন্য মঙ্গলজনকও বয়ে আনত না। তাই আমরা অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যথায় গোটা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে এবং ওই দল কিংবা ওই গ্রুপের সংবাদ প্রেরণ বন্ধ করে দিতে বাধ্য হব। গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড বলেন, মো. মিজানুর রহমানে নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় তার নামে মামলা হয়েছে যা আমরা সাংবাদিক সমাজ কখনো আশা করি নি। তাই তাকে অতিদ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।