December 23, 2024, 4:21 pm

বিয়ের ১০ দিন পর সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালক নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2020,
  • 110 Time View

অনলাইন ডেস্ক

বিয়ে হয়েছে মাত্র ১০দিন। ১৩ বছর বয়সী শ্যালক রিফাত হোসেনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়েছিলো দুলাভাই নূর মোহাম্মদ (২৫)। কিন্তু ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুলাভাই এবং গুরুতর আহত শ্যালক রিফাত মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ হয়বতপুরের কদমসাথুরিয়া গ্রামের রুহুল আমিন ব্যাপারীর ছেলে এবং  রিফাত হোসেন বড়াইগ্রামের ধানাইদহ এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  ঈদ উল ফিতরের দুই দিন আগে বোনের বিয়ে হয়। রিফাত বোনের বাড়িতে বেড়াতে আসলে বিকেলে দুলাভাই তাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।

বড়াইগ্রামের আহমেদপুর থেকে ফেরার পথে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলে দুলাভাই নূর মোহাম্মদ মারা যায় এবং শ্যালক রিফাত গুরুতর আহত হয়। রাতেই রিফাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুই পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71