December 24, 2024, 3:13 am

পদ্মা সেতুর কাজের জন্য বুধবার মাওয়া রুটে ফেরি বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2020,
  • 258 Time View

অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজের জন্য বুধবার (১০ জুন) মাওয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে। এজন্য যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-চ্যানেলের মাঝ বরাবর পদ্মা সেতুর ৩১ তম স্প্যান বসানো হবে। এজন্য ওইদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরণের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

সেজন্য জনগণের ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাংগা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ গত ৩০ মে পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসানো হয়। এর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতুর ৪.৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে কাজ শুরু হওয়া ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে। যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71