অনলাইন ডেস্ক
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেলিম (২২) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
সেলিম সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের আটাপাড়া গ্রামের বাসিন্দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চক্রবর্তী জানান, সকালে পত্নীতলা থেকে ট্রাক্টর চালিয়ে সাপাহার যাচ্ছিল সেলিম। এসময় উপজেলার মধইল এলাকার মানষীর মোড়ে আসলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিমের।