অনলাইন ডেস্ক
ঝিনাইদহের শৈলকূপায় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির শরীরে করোনা পজেটিভ এসেছে। আজ শুক্রবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে উপজেলার কবীরপুর গ্রামের বৃদ্ধা কৃষ্ণগোপাল ওরফে কেতো সাহার করোনা পজেটিভ এসেছে।
এর আগে গত ৩ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে এবং ৭ জুন সে মারা যান। এই প্রথম ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেলেন।
এছাড়া শুক্রবার আরও ৩০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। এ পর্যন্ত ঝিনাইদহের ৬টি উপজেলায় ৭২জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪১ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিস সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসজিত বিশ্বাস পার্থ।