December 23, 2024, 2:16 am

তাহলে কি চুমু খাওয়া যাবে? জড়িয়ে ধরা যাবে?

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2020,
  • 425 Time View

শওগাত আলী সাগর
আবার কখনো কি হ্যান্ডশেক ফিরে আসবে! প্রশ্নটা কতো শতবার যে উচ্চারিত হয়েছে। আশ্চর্য! কতো তাড়াতাড়িই যেনো হ্যান্ডশেক ফিরে আসার অবস্থা তৈরি হচ্ছে।

কানাডার অন্টারিওতে ১০ জনের ‘বৃত্ত’ তৈরির অনুমোদন দিয়েছে। এতোদিন ছিলো ‘৫ জনের বুদবুদ। বুদবুদ থেকে বৃত্ত। পরিবারের বাইরে নিকটতম যোগাযোগ আছে এমন ১০ জনের বৃত্ত তৈরি করে তারা বাড়িতে বাড়ির বাইরে ব্যাকইয়ার্ডে পার্টি, পার্কে পিকনিক পর্যন্ত করতে পারবে। এই ১০ জন কারা হবে?

টরন্টোর স্বাস্থ্য বিভাগ বলছে, যাদের তুমি কাছে যেতে পারো, যাদের তুমি স্পর্শ করতে পারো, আলিঙ্গন এবং/কিংবা চুমু খেতে পারো। তা হলে কি চুমু খাওয়া যাবে? জড়িয়ে ধরা যাবে? বিশেষজ্ঞদের মতামত ইতিবাচক। পরিবারের সদস্যদের বাইরের পছন্দের লোকদের মিলিয়েই হবে এই বৃত্ত।

স্বাস্থ্য বিভাগ একটাই শর্ত দিয়েছে, কঠোরভাবে খেয়াল রাখতে হবে- এই বৃত্তের কেউ যেনো আবার অন্য বৃত্তে ঢুকে না পড়ে। কিংবা অন্য বৃত্তের কেউ এই বৃত্তে। নিজ নিজ বৃত্তের মধ্যে ‘সামাজিক দূরত্বের বিধান’ অনুসরণ করারও দরকার নাই। তবে অন্য বৃত্ত থেকে অবশ্যই ৬ ফুট দূরত্বে থাকতে হবে।

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71