অনলাইন ডেস্ক
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামণরোধে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম চালু করেছে হিলি পৌরসভা কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
পরে হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এ সময় মাস্ক ব্যবহার ও সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য নাগরিকদের সচেতন করা হচ্ছে। শুধুমাত্র মাস্ক পরিহিত ব্যক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে, যাদের মাস্ক নেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
হাকিমপুর-হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, এর মধ্যে দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার বাড়ার কারণে ‘রেড জোন’-এর মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। সেই অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। জনগণকে মাস্ক ব্যতিরেকে পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। এর পরবর্তীতে এ সম্পর্কিত যে আইন রয়েছে সেটি প্রয়োগ ও জরিমানার ব্যবস্থা করা হবে।