December 25, 2024, 6:32 am

মাস্ক ব্যবহারে করোনা সংক্রমণ কমতে পারে কত শতাংশ!

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2020,
  • 92 Time View

অনলাইন ডেস্ক

শুধু মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব বলে জানাচ্ছেন জার্মানির গবেষকরা। দেশটির বেশ কিছু শহর, পৌরসভায় মাস্ক ব্যবহারের ওপর পরিচালিত সমীক্ষার ফল এমনই তথ্য দিচ্ছে।

গত ৬ এপ্রিল জার্মানির শহর জেনায় সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তার পরেই দেখা যায়, নতুন করে কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে গেছে। গত শুক্রবার এই সমীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। মাস্ক ব্যবহারের মাধ্যমে সংক্রমণের এই হার ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ ইনফেকশনের সময়ে দীর্ঘ ইনকিউবেশন পিরিয়ডেই মূলত ছড়িয়ে পড়ে মারণ এই ভাইরাস। মার্চ মাসে দি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনের একটি সমীক্ষা থেকে দাবি করা হয়েছিল যে ইনফেকশনের চার থেকে পাঁচ দিনের মাথায় করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয়।

এই পর্যায়ে কোনো আক্রান্তের উপসর্গ না দেখা দিলেও ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। অবশ্য যাদের শরীরে এই ভাইরাস খুবই কম পরিমাণে বাসা বেঁধেছে আবার লক্ষণও দেখা যাচ্ছে না তাদের থেকেও কভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71