অনলাইন ডেস্ক
বিশ্বের নানা প্রান্তে কমে এসেছে কোভিডের প্রতাপ। তবে কোভিডের ছাপ থাকছে দীর্ঘদিন। এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রধান অ্যাডানম গেব্রিয়েসাস।
লকডাউন তুলে সবাই ধাপে-ধাপে ছন্দে ফেরার চেষ্টা করলেও, হু’র দাবি, বিপদ এখনও কাটেনি। দুবাই কর্তৃপক্ষ আয়োজিত একটি ভার্চুয়াল কনফারেন্সে আজ হু-র প্রধান টেডরস অ্যাডানম গেব্রিয়েসাস বললেন, ‘আরও কয়েক দশক ভুগতেই হবে আমাদের।
এটা শুধু স্বাস্থ্য সঙ্কট নয়, একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক এবং কিছু দেশের ক্ষেত্রে রাজনৈতিক সঙ্কটও।’ কোভিড-যুদ্ধ জিততে সব দেশকেই ফের একজোট হওয়ার ডাক দিলেন তিনি।
১২ মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়েছিল নেদারল্যান্ডসে। এখনও পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। কিন্তু ২২ জুন দেশটির কোনও প্রান্ত থেকেই নতুন সংক্রমণের খবর মেলেনি বলে দাবি ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
ইটালিতেও করোনা-মৃত্যুর হার ক্রমশ কমছে। ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যু হয়েছে ২৪ জনের। যা ২ মার্চের পর থেকে সবচেয়ে কম।