অনলাইন ডেস্ক
ভারতের সমালোচিত এবং বিতর্কিত ইয়োগার শিক্ষক রামদেব দাবি করেছিলেন, তিনি মহামারী করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। ওই ওষুধে ৭ দিনে করোনা সারবে এমন দাবিও করেছিলেন। এবার দেশটির সরকার তার
ভারতের সমালোচিত এবং বিতর্কিত ইয়োগার শিক্ষক রামদেব সেই করোনার ওষুধের প্রচারণা ও বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
এর আগে দাবি করা হয়, রামদেব মহামারী করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। ওই ওষুধে ৭ দিনে করোনা সারবে।
২৩ জুন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, করোনার প্রতিরোধে রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি আয়ুর্বেদ আবিষ্কৃত ওষুধের নাম করোনিল ও স্বসারি।
ওষুধ দুইটি রোগীদের উপর ক্লিনিকাল ট্রায়াল চলাকালীন ১০০ শতাংশ সাফল্য মিলেছে বলে দাবি করেছে তার প্রতিষ্ঠান পতঞ্জলি সংস্থা।
পতঞ্জলি আয়ুর্বেদের কাছে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানতে চেয়েছে ওই ওষুধে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, কোন হাসপাতালে এর ট্রায়াল হয়েছে, কাদের ওপর হয়েছে এবং কে এ ওষুধের অনুমোদন দিয়েছে।