দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লায় চালু হল ই-পাসপোর্ট উদ্বোধন করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২৯ জুন সোমবার সকালে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা ল্যাঃ কর্নেল নুরুল আলীম।
এ সময় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রথম আবেদন জমা দেন কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদ এর সহধর্মিণী আনিকা মাসতুরা তনী।
উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাঃ কর্নেল নুরুল আলীম বলেন, সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করার ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় এর শুভ উদ্বোধন করা হল, তবে উদ্বোধন হলেও করোনার পরিস্থিতির কারনে সরকারি সিদ্বান্ত মোতাবেক এখন কোন আবেদন জমা নেয়া হবে না।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেয়া হবে।জনগনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্বান্ত নেয়া হয়েছে।আশাকরি এ কার্যক্রম মাইলফলক হিসেবে কাজ করবে।