পটুয়াখালীর গলাচিপায় এক হাজার অসহায় মানুষের মধ্যে উপজেলা যুবলীগের ত্রাণ বিতরণ করা হয়। মঙ্গল ও বুধবার দিনভর গোডাউন রোডে এ ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. আলমগীর হোসাইন বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের ফলে কর্মহীন হয়ে পরা একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সে লক্ষ্য রেখে মানবতার মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
যা এখনও পর্যন্ত চলমান রয়েছে। কর্মহীন ও অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১১৩ পটুয়াখালী-৩, গলাচিপা-দশমিনা আসনের জননেতা এসএম শাহজাদা এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ এর নির্দেশনায় এক হাজার অসহায় হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান ডিউক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার কামাল, সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া সহ উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য গলাচিপা শহরের সকল প্রকার পরিবহণ চালক ও পথচারিদের মধ্যে ৫শত মাক্স বিতরণ করেন উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা।