সাভারে জিসান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে সাভারের হেমায়েতপুরের হিলিং এইড হাসপাতাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় একটি ওয়ার্কসপে গুরুতর অসুস্থ অবস্থায় জিসান নামের ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হেমায়েতপুরের হিলিং এইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) সুজন শিকদার বলেন, ময়না তদন্তের পরে জানা যাবে এটা হত্যা নাকি অন্য কিছু।