December 23, 2024, 6:47 am

গলাচিপায় বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষ্যে বনবিভাগ থেকে আশ্রায়ন-২ প্রকল্পে বিভিন্ন গাছের চারা বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Monday, July 20, 2020,
  • 420 Time View

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে বন বিভাগের পক্ষ থেকে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার উপজেলার ডাকুয়া ইউনিয়নের আশ্রায়ন-২ প্রকল্প পূর্ব ডাকুয়া গ্রামে বেলা ১২ টায় বিনামূল্যে আশ্রায়নের দুস্থ, অসহায় বসবাসকারী পরিবারগুলোর মাঝে নারিকেল, সুপারি, বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেন গলাচিপা উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও কর্মচারীবৃন্দ।

এ সময় মো. মশিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের সামাজিক বনায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পে ৬শ বিভিন্ন জাতের গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপন করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71