শরীয়তপুরে পদ্মার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সকাল ৬টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে জেলার নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার নিম্নাঅঞ্চলের প্রায় প্রায় ২০টি গ্রামে বন্যার পানি ঢুকে পরেছে। নড়িয়া-জাজিরা সবকটি নিচু হওয়ায় প্রতি বছরই তুলিয়ে যায়।
এর ফলে ভোগান্তীর শিকার হয় হাজার হাজার মানুষ। স্থানিয়দের দাবি রাস্তাটি উচ্চুরে নির্মান করার। মোক্তারের চর ও নড়িয়া-সুরেশ্বর সড়কের সোনারবাজার এলাকায় পানিতে তলিয়ে গেছে। সড়ক গুলো দিয়ে যান চলা চল বন্ধ হয়ে গেছে।