পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মধ্য হতে প্রাথমিক পর্যায়ে ২০টি পরিবারের মাঝে ঢেউটিন প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের হাতে ঢেউটিন তুলে দেন।
প্রাথমিক পর্যায়ে যাচাই- বাচাই করে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২০টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ চলছে, এ বিতরণ অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ চলছে। ইউনিয়নগুলো থেকে হত দরিদ্রদের আরও তালিকা আসলে যাচাই বাছাই করে ঢেউটিন বিতরণ করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র অসহায় মানুষের কথা চিন্তা করে দক্ষিনাঞ্চলের ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোতে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বরাদ্দ দিয়েছেন। পর্যায়ক্রমে এগুলো বিতরন করা হবে।