মাদারীপুরের কালকিনি উপজেলার কর্ণপাড়া এলাকায় বুধবার দুপুরের দিকে ট্রাকের চাপায় মিলন ভুইয়া নামে এক ভ্যান আরোহী নিহত ও আহত হয়েছেন ভ্যান চালক। নিহত মিলন ভুইয়া মাদারীপুর সদর উপজেলার করদী এলাকার বিল্লাল ভুইয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বরিশালগামী একটি ট্রাক পিছন থেকে ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক পাশের খাদে ছিটকে পড়ে এবং ভ্যান আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে যায়।
এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ট্রাক চালক মাদারীপুর সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তার নামে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে।