পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে।
আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা এস,এম সাইফুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, চেয়ারম্যানগনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতে সুন্দর পরিবেশের জন্য এবং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, চোরাই চালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ইউএনও।
পরে বেলা ১২ টায় একই স্থানে উপজেলা আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।