আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সেই সাথে করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষা পেতে নিজ ঘরে আটকে পড়া হতদরিদ্র, মধ্যবিত্ত, প্রতিবন্ধীদের মাঝে সরকারি বরাদ্দের চাল, ডাল, আলু, বিতরন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা চান্দিনার ১১ নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে ২৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাস্টারের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে সরকারিভাবে বরাদ্দকৃত ভি জি এফ চাল উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৮০৫ জন কর্মহীন মানুষদের মাঝে ১০ কেজি করে ৮০৫০ কেজি চাল। সেই সাথে covid-19 মোকাবেলায় ৫৪ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি চাল , ৫ কেজি আলু,১ কেজি ডাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থেকে আগত ট্যাগ অফিসার পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানারা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সচিব জাফর উল্ল্যাহ , ইউপি সদস্য সেলিম আহমেদ, ইউপি সদস্য সোহেল আহম্মেদ কাউছার, ইউপি সদস্য জালাল আহমেদ, ,ডিলার এরশাদুল আলম,ইউপি আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল সংরক্ষিত মহিলা মেম্বার ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বিতরনকালে উপজেলা থেকে আগত ট্যাগ অফিসার জাহানারা সকলের উদ্দেশ্যে বলেন- করোনা সংকট যতদিন চলবে ততদিন প্রয়োজন সাপেক্ষে কর্মহীন মানুষদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। কাউকে খাবারের জন্য ঘরের বাহিরে আসতে হবে না।
খাবার সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। শুধুমাত্র করোনাভাইরাস প্রতিরোধে বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে মেনে চলার অনুরোধ জানান। তিনি আরোও বিশেষভাবে অনুরোধ করে বলেন- চলমান সরকারী সাধারণ ছুটিতে আত্নীয়-স্বজনের বাড়ীতে বেড়াতে না গিয়ে, দোকান-পাট, হাট-বাজার ও রাস্তা-ঘাটে অযথা ঘুরাঘুরি না করে এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজ ঘরেই অবস্থান করুন এবং মহান আল্লাহর দরবারে বেশী প্রার্থনা করুন।।
সেই সঙ্গে দেশের এই সংকটকালীন মূহূর্তে
চান্দিনার সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ এর নির্দেশনা মোতাবেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত থাকার আশ্বাস প্রদান করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাষ্টার।