January 7, 2025, 12:34 pm

অক্সিজেন সিলিন্ডার দিল চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, July 24, 2020,
  • 626 Time View

রাঙামাটিতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার দিল চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়া করোনা রোগীদের সেবা দানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন তারা।

শুক্রবার সকালে রাঙামাটি সির্ভিল সার্জনের কার্যালয়ের সামনে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সাবেক অধ্যাপক শম্ভুনাথ দাশ।

এসময় রাঙামাটি সির্ভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী কাজী কামরুল ইসলাম, আবুল হাশেম সোহাগ, সামশুজ্জোহা আজাদ পলাশ, মো. আনোয়ারুল আনিস, মো. হারুন অর রশিদ, মোঃ রিদোয়ানুল হক, সোমেন সাহা, মো. আনিসুল হক চৌধুরীসহ চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের পক্ষ থেকে দেয়া এসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে-পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডার ২০টি, এন-৯৫ মাস্ক ৫০পিস, গ্লাভস ২৫ বক্স, ফেইজ মাস্ক ২৫ বক্স, অক্সিজেন মাস্ক এ-২৫ পিস, অক্সিজেন মাস্ক সি-৫পিস, অক্সিজেন ষ্টেন ১০পিস, হ্যান্ড সেনিটাইজার ৫০লিটার।

চিকিৎসা সামগ্রী বিতরণকালে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সাবেক শিক্ষার্থী কর্তৃক করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

এর মধ্যদিয়ে রোগীদের চিকিৎসা সেবায় অতীব জরুরি প্রয়োজনীয় উপকরণ অক্সিজেন প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে। ইতিমধ্যে আরো কয়েকটি প্রতিষ্ঠান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে।

আর অক্সিজেন গ্যাস সিলন্ডারগুলো জেলার করোনা রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হচ্ছে। তাই এরই ধারাবাহিকতায় দেশে করোনার দুর্যোগের সময় সমাজের সর্বস্তরের জনগণ বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অধ্যাপক শম্ভুনাথ দাশ বলেন, দেশে করোনার মহামারীর এই দুর্যোগে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই সংকট মোকাবেলায় ‘আর্তমানবতার সেবায় সরকারী কমার্স কলেজ’ নামে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ গঠন করা হয়।

আর দেশে ও বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ও শুভানুধ্যায়ীরা আর্থিক ও সার্বিক সহযোগিতা মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়। আর এই তহবিল থেকে আর্তমানবতার সেবায় ২০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডারসহ এসব চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71