লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে জেলার পৃথক দুই স্থানে এই পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানাগেছে, হাতীবান্ধা গোতামারী ইউনিয়নের খরপো নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিমুদ্দীন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আলিমুদ্দীন গোতামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জোয়াদ আলীর ছেলে।
এদিকে, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমবাড়ি এলাকায় বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে সিনহা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিনহা আক্তার ওই এলাকার নুর আলমের মেয়ে।