বিয়ের দাবিতে নাটোরের বড়াইগ্রামে প্রেমিকের বাড়িতে ৫ ঘণ্টা অনশন করেছেন কলেজ ছাত্রী প্রেমিকা। এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার কুমরুল খ্রিস্টানপাড়া এলাকার কলেজ ছাত্রী সীমা বিশ্বাসের সাথে কুমরুল পশ্চিমপাড়া এলাকার কৃষক জাকির হোসেনের ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল।
১০দিন আগে জাকির পার্শ্ববর্তী থানা মোড় এলাকার অন্য এক নারীকে বিয়ে করে। বিষয়টি জানার পর আজ সোমবার সকাল ১০টায় জাকিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে সিমা বিশ্বাস। সিমার বাবা মাইকেল বিশ্বাস প্রতারণার অভিযোগ এনে গ্রামবাসী ও খ্রীস্টান কমিউনিটির কাছে জাকিরের বিচার দাবি করেছেন।
বিকেল ৩টায় বনপাড়া চার্চের সভাপতি ফাদার হিউবার্ট বিকাশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করে সিমা বিশ্বাস।