কুড়িগ্রাম সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ দুইজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আরডিআরএস বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারে ছয়জন কুড়িগ্রাম শহর থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আরডিআরএস বাজারে এলে ওই প্রাইভেটকারে সঙ্গে বিপরীতমুখী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত এক শিশু ও গাড়ির হেলপার সেখানেই চিকিৎসাধীন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।