ফরিদপুরের একটা সিগারেট ফ্যাক্টরিতে ভ্যাট গোয়েন্দা অভিযান চালিয়েছে। এতে ভ্যাট আইন লংঘনের কারণে অনিয়ম মামলা দায়ের করা হয়েছে।
একটি অভিযোগের সূত্র ধরে ভ্যাট গোয়েন্দার দল ১২ আগস্ট ফরিদপুরের কবিরপুরে ‘ফরিদপুর টোবাকো ফ্যাক্টরি’কে অভিযান চালায়। এতে তারা বেশ কিছু অনিয়ম পান।এসব অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকির সাথে জড়িত মর্মে চিহ্নিত করেছে ভ্যাট গোয়েন্দরা।
ভ্যাট গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, ১. প্রতিষ্ঠানটি নিবন্ধনে বর্ণিত কারখানা প্রাঙ্গনের বাইরে (প্রায় আধা কিলোমিটার) ঘোষণা বহির্ভূত গুদাম স্থাপন করেছে, যেখানে প্রতিষ্ঠানের ব্যান্ডরোল ও সিগারেট মজুদ অবস্থায় পাওয়া যায়; ২. অনুমোদিত কারখানার অদূরে এই গুদাম নির্মাণ করায় গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি সৃষ্টি হয়েছে; ৩.ভ্যাট আইনের বিধান অনুযায়ী কারখানা প্রাঙ্গনে ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলানো পাওয়া যায়নি।
ভ্যাট গোয়েন্দার দল সিগারেট প্রতিষ্ঠানটি কঠোর নজরদারিতে আনার জন্য নিয়ন্ত্রণকারী যশোর ভ্যাট কমিশনারের নিকট সুপারিশ করেছে। এছাড়া ঘোষণাবহির্ভূত গুদামটি অনতিবিলম্বে অপসারণ বা বন্ধ করার জন্যও সুপারিশ করা হয়। বর্ণিত অপরাধের জন্য ভ্যাট আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য যশোর ভ্যাট কমিশনারকে অনুরোধ করা হয়।