পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, তার সহধর্মীনি ও যুবলীগ নেতা আলমগীর হোসাইন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গলাচিপা উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৬ জনে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, তার সহধর্মীনি গলাচিপা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. হাফিজা ইসলাম নিপা ও উপজেলা যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে তাদের দেহে করোনা পজিটিভ আসে। আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো বলেন, করোনার শুরু থেকেই জনগণের সেবায় মাঠে থেকে কাজ করছি।
দলীয় ও সরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছি। গলাচিপা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন বলেন, কোভিড-১৯ করোনাকালীন সময় থেকেই জনগণের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে আজ আমি করোনায় আক্রান্ত হয়েছি। গলাচিপা উপজেলা থেকে দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছি।