পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিনসহ মো. নুরুজ্জামান (৩৮) নামের এক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুজ্জামান উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের রুস্তম আলী রাড়ীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টায় উপজেলার পাতাবুনিয় গ্রামের বটতলা বাজারে ৩টি দোকানে র্যাব-৮ অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন জব্দসহ নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত পাতাবুনিয়া বটতলা বাজারে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার নুরুজ্জামানের দোকান থেকে ৪ শত ১ কেজি, কাজল দেবনাথের দোকান থেকে ৫ শত ৩৩ কেজি ও শংকর দেবনাথের দোকান থেকে ৬৩ কেজি সর্বমোট ৯ শত ৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় র্যাব-৮ নুরুজ্জামানকে গ্রেফতার করলেও অপর দুই ব্যাবসায়ী পালিয়ে যায়। এ অভিযানে সহযোগিতায় ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োক্যামিস্ট মো. মোনতাছির রহমান। পরে জব্দকৃত পলিথিন ও নুরুজ্জামানকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে নুরুজ্জামানসহ অন্য দুই ব্যাবসায়ীর বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে র্যাব-৮ এর সিনিয়র এএসপি মো. ইফতেখারুজ্জামান জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।