হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি থেকে বিপুল পরিমাণ কেরোসিন তেল বেরিয়ে যাওয়ায় বালতি ভরে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর দুপুর ২টা পর্যন্ত বগিগুলো থেকে তেল পড়ছিল বলে জানিয়েছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের চারটি বগি মাধবপুরের শাহজিবাজার এলাকায় লাইনচ্যুত হয়। তখন থেকেই দুটি বগি থেকে তেল পড়া শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দুইটায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটানস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে লাইচ্যুত বগি উদ্ধারে কতো সময় লাগতে পারে সংশ্লিষ্টরা এখনও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে এলাকার একদল নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। লাইনচ্যুত হওয়া বগির মুখ নিচের দিকে হওয়ায় এগুলো থেকে তেল ঝরছিল।
এলাকার লোকজন সেখান থেকে বালতিসহ বিভিন্ন পাত্র ভরে তেল নিয়ে যাচ্ছেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতো সময় লাগতে পারে তাও বলা যাচ্ছে না। বিপুল পরিমাণ তেলের ক্ষতি হয়েছে।
তবে কি পরিমাণ তেলের ক্ষতি হয়েছে তাও তিনি নিশ্চিতভাবে জানাননি তিনি।