December 24, 2024, 4:51 pm

জাতীয় সরকার গঠনের আহবান মন্টুর

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, December 28, 2020,
  • 97 Time View

বাংলাদেশ প্রসঙ্গে ভারত-চীনের মুখোমুখি অবস্থানে দেশ এখন গভীর সংকটে বলে মনে করেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। জাতীয় সরকার গঠনের পরামর্শ তার।

বলছেন, কোনো দেশের রাষ্ট্রদূতের দিকে না তাকিয়ে প্রধান দুই নেত্রীর উচিত দেশকে এখন কিছুদিনের জন্য জাতীয় সরকারের হাতে ছেড়ে দেয়া। তারা চাইলে ‘গণফোরাম’ই এই উদ্যোগ নেবে।

গণফোরামের সাবেক এই সাধারণ সম্পাদক রাজনীতিটা শুরু করেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনির ভাবাদর্শ ধারণ করেই। কিন্তু আজকের আওয়ামী লীগ নিয়ে তার বিশ্বাস এই দলটি এখন আর বঙ্গবন্ধুর নীতিতে চলে না।

যুবলীগের সাবেক চেয়ারম্যানের মনে আজকের যুবলীগ নিয়েও বেশ আক্ষেপ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রতিহত করতেন বলে মনে করেন তিনি।

তার মতে দেশে কোন গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। আমরা কথায় কথায় বিদেশি রাষ্ট্রদূতদের তারিফ করি। তারা কি এ দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করে দিবে। যারা এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন তারা জনগণ।

কিন্তু আড়ালে জামাতকে নির্বাচনে নিয়ে ড. কামালের ঐক্যফ্রন্ট যে ভুল করেছিল, তখন স্বীকার না করলেও দুই বছর পর এসে একথা বললেন মোস্তফা মোহসীন মন্টু। তবে তিনি বলেন, জামাতের সাথে ঐক্য কিন্তু আওয়ামী লীগও করেছিল।

যা হয়েছে ভুলে গিয়ে জাতিকে রক্ষায় জাতীয় সরকারের ধারণা বাস্তাবায়নের উদ্যোগ নিতে চান তারা। তিনি বলেন, কিছুদিনের জন্য হলে জাতীয় সরকার গঠন করতে হবে। তারপর নীতিমালা তৈরি করে ওই নীতিমালা অনুসারে পরবর্তীতে নির্বাচন বা সরকার আসবে।

মোস্তফা মোহসীন মন্টু জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা হিসেব তিনি এটা করে যেতে পারেন। এবং জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে খালেদা জিয়াও একই ঐক্য মতে আসতে পারনে।

যদিও মোস্তফা মোহসীন মন্টুর এই পরামর্শ দুই নেত্রী বা তাদের দল আদৌও মূল্যায়ন করবে কি না এই নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71