December 24, 2024, 6:13 pm

২৪ ঘণ্টায় প্রায় দেড় কোটি হোয়াটসঅ্যাপ কল

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, January 6, 2021,
  • 125 Time View

সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। অনেকেই ভয়েস ও ভিডিও কলের জন্য বেছে নিয়েছেন এই ম্যাধ্যমটিকে।

হোয়াটসঅ্যাপ গ্রাহকরা নতুন বছরের শুরুতেই ২৪ ঘণ্টায় এক কোটি ৪০ লাখের বেশি ভয়েস ও ভিডিওকল করেছেন বিশ্বজুড়ে। প্ল্যাটফরমটিতে একদিনে এটিই কলিংয়ের সর্বোচ্চ রেকর্ড। এ তথ্য জানিয়েছে ফেসবুক।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ কঠিন হয়ে পড়ে। তাই এক বছর আগের চেয়ে ২০২০ সালে নববর্ষের শুরুতে হোয়াটসঅ্যাপ কলিং ৫০ শতাংশের বেশি বেড়েছে।করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার কারণে সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে ভিডিওকলিং ফিচারে।

ফেসবুকের কারিগরি প্রকল্প ব্যবস্থাপক কেইটলিন ব্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, কোভিড ১৯-এর আগে নববর্ষের প্রারম্ভে মধ্যরাতে বিশ্বজুড়ে ফেসবুকে সবচেয়ে বেশি মেসেজিং, ছবি আপলোড এবং সোশ্যাল শেয়ারিং দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71