করোনার মধ্যেও থেমে নেই বিয়ে। তবে বাধ্যতামূলক মাস্ক পরে বিয়ে করতে গেলে আবার বিয়ের সাজগোজ ঢাকা পড়ে যাবে। আবার মাস্কে মুখ ঢাকা থাকলে সাধের গয়নাগুলোও পরা যায় না। তাহলে উপায়?
এর সমাধান নিয়ে এলেন ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের কবিতা যোশী। সম্প্রতি মধ্যবয়সী এই নারীর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল। তাতে মাস্কের ওপরেই বিশাল নথ পরতে দেখা গেছে তাকে। ভাইঝির বিয়েতে কবিতা এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে তিনিই শুধু নন, কনের মাসহ ওই বিয়ে বাড়িতে আরও অনেক নারীকেই মাস্কের ওপর বিশাল নথ পরা অবস্থায় দেখা গেছে।
মাস্কের ওপর নথ পরার সুবিধা নিয়েও কথা বলেছেন তিনি। কবিতা বলেছেন, নাকের চেয়ে মাস্কের ওপর নথ পরা আরও সহজ এবং স্বস্তির। খাবার ও পানি পানের সময় কোনো ঝামেলা হয় না!
কবিতা আরও জানান, আমার ভাইঝির বিয়ে ছিল। আমি তার বড় মামি। পারিবারিকভাবে আমরা খুবই ঘনিষ্ঠ। করোনায় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা সাজে ঐতিহ্যটাও ধরে রাখতে চেয়েছি। আমি ঠিকঠাকভাবে বিয়েতে যাওয়ার চেষ্টা করেছি।
এখানে কাউকে দেখানোর কিছু নেই। নথ বিবাহিত নারীদের জন্য খুবই শুভ হিসেবে বিবেচনা করা হয়। মাস্কের নিচে পরলে ব্যথা লাগতো। তাই পিন দিয়ে আমি সেটা মাস্কের ওপর পরেছি।