December 23, 2024, 3:33 am

সরকারি অফিস দখল করে নাচলো তালেবান, ভিডিও ভাইরাল।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, August 15, 2021,
  • 63 Time View

 

যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তানে একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরই মধ্যে ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশ দখল করে নিয়ন্ত্রণ করছে তারা।

এর মধ্যেই দখলের পর দখলকৃত একটি প্রাদেশিক রাজধানীর কার্যালয়ে এক তালেবান সদস্যের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রোগ্রাম ডিরেক্টর ও মুখপাত্র কবির টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন।
ভিডিও ক্যাপশনে হেকমল লিখেছেন, শাসন ব্যবস্থার নতুন স্টাইল। তালেবান একটা সিস্টেমের এ রকম বেহাল দশাই করতে পারে। তাদের কাছ থেকে অন্যকিছু আশা করা যায় না। সব পতিত অফিসের অবস্থা এই অফিসের মতোই।
ভিডিওতে দেখা গেছে, একজন তালেবান বেশধারী লোক একটি ঘরে নাচছেন। নাচার এক পর্যায়ে টেবিলে রাখা একটি ‍ফুলদানিও তুলে নেন হাতে।

ভিডিওটি ইতোমধ্যে এক লাখ আট হাজারেরও বেশিবার দেখা হয়েছে। গত এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে শনিবার দেশটির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি বহুমুখী আক্রমণ শুরু করেছে।

প্রসঙ্গত, এরমধ্যে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালেবান দখল করে নিয়েছে। ৬ আগস্ট থেকে প্রথম দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের মধ্য দিয়ে প্রাদেশিক রাজধানীর দখল নেয়া শুরু করে তালেবান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71