স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং একুশে আগষ্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষ্যে মহিলা আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইতালি মহিলা আওয়ামী লীগের-সহ সভাপতি উম্মে হানী প্রিন্স এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক নয়না আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা, ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি হাবীব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাাদি, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জামান মুক্তার, মহিলা সম্পাদীকা তুহিনা সুলতানা মলি।
এ সময় বক্তব্য রাখেন ইতালি মহিলা আওয়ামী লীগের-সহ সভাপতি নীলুফার বানু নীলা, সানজিদা ইসলাম, সাাংগঠনিক সম্পাদক বাবলি ইউসুব, তাহমিনা আক্তার, রিতা আক্তার, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুনে ইতালি আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম, ফারুক ফরাজি।
এ ছাড়াও ইতালি যুবলীগ নেতা সৈয়দ সুুমন, শাহদাত হোসেন রনি, সাদ্দাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হাসান ইকবাল বলেন- বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিল জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি বলেন, আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু চিরকাল বাঙ্গালী জাতির মাঝে বেঁচে থাকবেন যদি আমরা জাতির জনকের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারি। ১৫ আগষ্ট হত্যা কাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল, ২১আগষ্ট গ্রেনেড হামলায় তার কু-পুত্র তারেক রহমান জড়িত এসব কথা বলেন আলোচক বৃন্দ।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ যারা ৭৫ এর ১৫ আগষ্টে নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।