জার্মান ফুটবল লীগ বুন্দেসলিগায় বোকহামকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ম্যাচে দুই গোল করেছেন জসুয়া কিমিচ। একটি করে গোল করেছেন লেরয় সানে, সার্জ নাব্রি, রবার্ট লেভানডফস্কি ও এরিক ম্যাক্সিম চুপো মোটিং। অপর গোলটি আত্মঘাতী।
ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল বায়ার্ন। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে পাত্তাই পায়নি বোকহাম।
১৭ মিনিটে গোল তুলে দলকে এগিয়ে দেন জার্মান উইঙ্গার সানে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার কিমিচ। ৩২ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল তুলে নেন নাব্রি। অন্যদিকে বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে গ্রিক ডিফেন্ডার ভাসলিস ল্যাম্পোপৌলোসের ভুলে আত্মঘাতী আরেকটি গোল হয়।
একহালি গোল দিয়ে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগিতরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও চড়াও হয় তারা।
পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি ৬১ মিনিটে গোল তুল নেন। তিন মিনিট পর দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল আদায় করেন কিমিচ। ৭৯ মিনিটে দলের পক্ষে সপ্তম গোলটি আদায় করেন ক্যামেরুন ফরোয়ার্ড চুপো মোটিং।
বড় ব্যবধানে জয়ের পর ১৩ পয়েন্ট তুলে সিংহাসন এখন মিউনিখের দলটির দখলে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উলফসবার্গ। পাঁচ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট তুলে ১৭তম স্থানে বোকাম।