পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে ঘুমের ওষুধ খাইয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন পশ্চিমবঙ্গের কলকাতার মুসলিমা বিবি ও তার পরকীয়া প্রেমিক। গত ১৩ অক্টোবর এই ঘটনা ঘটে। খবর সংবাদ প্রতিদিনের।
ঘটনার দিন রাতে স্বামী আনসার আলী গাজীকে (৫৩) প্রথমে ঘুমের ওষুধ খাওয়ান, এরপর ১১ বছরের ছোট পরকীয়া প্রেমিককে সঙ্গে গিয়ে অবচেতন অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন মুসলিমা। আটকের পর পুলিশি জেরার মুখে অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত স্ত্রী। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক।
পুলিশকে জানান, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার। সংসারে অশান্তি লেগেই থাকতো। এ অবস্থায় একই এলাকার ৩২ বছরের এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। ১১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে পালিয়ে সংসার পাতার স্বপ্ন দেখছিলেন মুসলিমা বিবি। তাই ‘পথের কাঁটা’ স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ছক কষেন তারা।
গত ১৩ অক্টোবর মহাঅষ্টমীর রাতে স্বামী, ছেলে ও পুত্রবধূর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন মুসলিমা বিবি। সবাই ঘুমিয়ে পড়লে স্থানীয় সময় রাত ১১টার দিকে বাড়িতে ঢোকেন তার প্রেমিক। এরপর দুজন মিলে বালিশচাপা দিয়ে হত্যা করেন আনসার আলীকে।
ঘটনার কিছু ওষুধের ঘোর কেটে গেলে বাবাকে হাসপাতালে নিয়ে যায় পুত্র ও পুত্রবধু। পরে চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করে।