সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে দেশে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা পৌঁছান জামালরা।
দুপুর পৌনে দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও মালদ্বিয়ান এয়ারলাইনসের বিমানের বিলম্বের কারণে দেরিতে ঢাকা পৌঁছান তারা।
বাংলাদেশ ফুটবল দল আজ ঢাকা পৌঁছালেও কোচ অস্কার ব্রুজন ১৫ অক্টোবরই ঢাকায় চলে আসেন।
মালদ্বীপ সাফ খেলার লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন জামালবাহিনী। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।