December 23, 2024, 11:42 am

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু।

অনলাইন ডেক্স
  • Update Time : Thursday, October 21, 2021,
  • 68 Time View

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার। গত ১৯ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হবার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে । আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) । নিহতের বাবার নাম সুমন মজুমদার। বাংলাদেশের সিলেটে বাড়ী।

পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ভ্যানচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

তার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার ২১শে অক্টোবর বাদ জোহর (২:০০ মিঃ) টরন্টোস্থ মসজিদ আল-আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার এ অনুষ্ঠিত হবে।

মসজিদ এর ঠিকানা:-
Islamic Research Center of Canada (IRCC), Masjid Al-Abedien.
1 Stamford Square North, Scarborough. On. M1L 1X4
জানাজা শেষে মরহুমার লাশ Toronto Muslim Cemetery, Richmond Hill এ দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71