সব ধরণের ফুটবলকে বিদায় জানিয়েছেন ম্যানসিটি ও বার্সেলোনার তারকা খেলোয়াড় সার্জিও আগুয়েরো। বুধবার (১৫ ডিসেম্বর) ক্যাম্প ন্যুতে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মাত্র ৩৩ বছরেই অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় জানানো এই আর্জেন্টাইন খেলোয়াড়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে আমাদের কিছু দুর্দান্ত মুহূর্ত ছিল। একসঙ্গে খেলতে খেলতেই আমরা একে অপরের অন্তরঙ্গ হয়ে উঠেছিলাম। অন্যদের সঙ্গেও এতটা বিশেষ সম্পর্ক ছিল না, যতটা না ছিল আমাদের দুজনের মধ্যে। আমাদের মধ্যে গাঢ় বন্ধুত্ব গড়ে উঠেছিল।’
বন্ধু মেসির সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছা থেকে গত মৌসুমে ম্যানচেস্টার সিটি থেকে বিনা পারিশ্রমিকে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন এই ফুটবলার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি ক্লাব ছেড়ে পাড়ি জমালে স্বপ্নভঙ্গ হয় আগুয়েরোর।
কিন্তু ইনজুরিটা বারবারই পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে মাত্র ৫ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন এই আর্জেন্টাইন। মেসির সঙ্গে খেলতে না পারলেও বন্ধুর সাবেক ক্লাব বার্সাতেই নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে হলো তাকে।
মেসি বলেন, ‘জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের আগে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ কিছু অর্জন ছিল তোমার। তবে এটা হৃদয়বিদারক যে, অকালেই তোমাকে থেমে যেতে হচ্ছে। তবে আমি আশাবাদী যে, নতুন জীবনও আনন্দে কাটাবে। কারণ তুমি একজন আনন্দ ফেরিওয়ালা।’
সতীর্থকে নিয়ে মেসি আরও বলেন, ‘নতুন জীবনের জন্য শুভকামনা। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয় বন্ধু। মাঠে তোমাকে মিস করব, বিশেষ করে জাতীয় দলের হয়ে খেলার সময়।’
বিদায়বেলায় আগুয়েরোর কথাতেও উঠে এলো সে কথা। তিনি বলেন, ‘প্রথম ব্যাপার হচ্ছে আমার স্বাস্থ্য। আপনারা জানেন এক মাস আগে আমার হার্টে সমস্যা হয়েছিল। ভালো কিছু ডাক্তারের অধীনে চিকিৎসা নিয়েছি। তারা আমাকে বলেছে সবচেয়ে ভালো হয় যদি খেলা বন্ধ করে দেই। আমি এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’