সিলেট জেলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২১ বছর পর আবারো মুখোমুখি হবে দু’দল। ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
২০০২ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে শেষবার ২০০১ সালে মুখোমুখি হয়েছিলো দুদল।
ফিফার র্যাঙ্কিংয়ে এই দুটি দলের অবস্থানে তেমন কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশ বর্তমানে ১৮৬তম, দুই ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে মঙ্গোলিয়া। দুই দশকেরও বেশি সময় আগের দুই দেখায় বাংলাদেশের প্রাপ্তিই বেশি। প্রথম ম্যাচে আলফাজ আহমেদের জোড়া গোলে ৩-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
বাছাইয়ের ফিরতি লেগ হয়েছিল ২-২ ড্র। নিজেদের সবশেষ ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে দুই দলই। লাওসের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে মঙ্গোলিয়া। মালদ্বীপে প্রীতি ম্যাচে বাংলাদেশের হার ২-০ ব্যবধানে।
যেখানে গত নভেম্বরেই শ্রীলঙ্কার কলম্বোতে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।