December 25, 2024, 5:59 am

আসামি ধরতে গিয়ে অসদাচরণ, ৯৯৯-এ ফোন, ৩ পুলিশ বরখাস্ত।

অনলাইন ডেক্স
  • Update Time : Sunday, April 17, 2022,
  • 29 Time View

রাজধানীতে আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে এক আনসার সদস্যকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়েছে।  তাদের বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ। বরখাস্ত তিন পুলিশ সদস্য হলেন- যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

 

ডিসি শাহ্ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ৯৯৯-এ ফোন দেওয়ার পর উল্টো যারা অভিযোগ করেছেন তাদেরই মামলা দিয়ে জেলে দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে যোগ দিয়ে মারধর করে বহিরাগতরাও। এ ঘটনা ঘটে ৮ এপ্রিল। বাড়ির মালিক খায়ের আলমের বাড়ির মূল রাস্তায় দেয়াল তুলে দিতে বহিরাগতদের নিয়ে আসেন প্রতিবেশী নুরুল ইসলাম। সাহায্য চেয়ে ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে উল্টো নুরুল ইসলামের পক্ষ নেয়। খায়ের আলমের বাসায় পুলিশের সঙ্গে ঢোকে বহিরাগতরাও। খায়ের আলমের সন্তানদের মারধর করে আটকের পর উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। বাবা-মেয়ে জামিন পেলেও চিকিৎসক ছেলে এখনো কারাগারে। এ সুযোগে খায়ের আলমের বাড়ির মূল রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দিয়েছেন নুরুল ইসলাম ও তার ভাই। বিচ্ছিন্ন করা হয়েছে পানির সংযোগ। পানি ছাড়া অন্তত সাত দিন অমানবিক জীবনযাপন করছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১৬টি পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71