মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লা শহিদের সাথে বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্থানীয় সময় সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবংপররাষ্ট্র সচিবসহ বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোঃ মিজানুর রহমান।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং উভয় পক্ষ আলোচনায় বিষয়বস্তুতে একমত পোষণ করেন।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী দেশটিতে অবস্থানকারী আনডকুমেন্টেট বাংলাদেশী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ গ্রহণের অনুরোধ জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কর্মীরা বৈধ হতে সক্ষম হবে।
উল্লেখ্য, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লা শহিদ জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেসনে সভাপতির দায়িত্ব পালন করছেন।