রাজধানীর উত্তর বাড্ডায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৫)। একই ঘটনায় নিহত ব্যক্তির দুই ভাই বাবু (১৮) ও সাবুর (১৪) অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) উত্তর বাড্ডার সাতারকুল রহমতউল্লাহ গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মুদি দোকানি সামিউলের সঙ্গে পাশের দোকানির কথা কাটাকাটি হয়। এর জেরে পাশের দোকানি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন সামিউল। এতে সাইফুল (২০) নামের একজন নিহত হন। ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফুলের সহোদর দুই ভাই বাবু (১৮) ও সাবু (১৪)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক।